দাউদকান্দি ফায়ার সার্ভিস ষ্টেশনের কার্যক্রম শুরু

মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি ॥ বহুল প্রতিক্ষিত দাউদকান্দি উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। গত ২৩ নভেম্বর থেকে এই ষ্টেশনের কার্যক্রম চালু করা হয়। ষ্টেশন অফিসার আবুল বাশার জানান, ১জন ষ্টেশন অফিসার, ১জন লিডার, ২জন ড্রাইভার, ১০জন ফায়ারম্যানসহ মোট ১৪ জন কর্মকর্তা কর্মচারী ও প্রয়োজনীয় মালামাল নিয়ে দাউদকান্দি উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের যাত্রা শুরু হয়। গত ৩০ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত অগ্নি প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়। অপরদিকে ফায়ার সাভিস ষ্টেশনের কার্যক্রম শুরু হওয়ায় দাউদকান্দির জনসাধারনের মাঝে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। বিগত দিনে দাউদকান্দির বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে কোটি কোটি টাকার সম্পদ পুরে ছাই হয়েছে। এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিভিন্ন সময় ভয়াভহ সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতে সব পুরে ছাই হয়ে যায় ও সড়ক দুর্ঘটনা কবলিত লোকজনকে তাৎক্ষনিক উদ্ধার করতে না পারায় মৃত্যুর কোলে ঢলে পরতে হয়। দাউদকান্দি উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের কার্যক্রম শুরু হওয়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সঠিক সময়ে সেবা পাওয়া যাবে।