আজকের শোক সংবাদ 10-12-2011
আব্দুল করিম তালুকদার
নিজস্ব সংবাদদাতাঃ প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এর চাচা আব্দুল করিম তালুকদার (৭০) কিডনীরোগে আক্রান্ত হয়ে ঢাকার সরোয়ারর্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……….রাজিউন)। তিনি স্ত্রী, ৮ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার সকালে মরহুমের লাশ জানাজা শেষে গৌরনদীর বড়কসবা গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু, পৌর মেয়র হারিছুর রহমান হারিছসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জহুরা বেগম
বরিশালের গৌরনদী পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর উকিলের মা জহুরা বেগম (৯৯) বাধ্যর্কজনিত কারনে শুক্রবার গভীর রাতে পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার দুপুরে মরহুমার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
Comments are closed.