পুত্রকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে পিতার মামলা

বরিশাল সংবাদদাতাঃ বরিশাল বাবুগঞ্জে স্বামীকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী পারভীন বেগম সহ ৬ জনের বিরুদ্ধে বরিশাল আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মৃত রিপনের পিতা বাদী হয়ে গতকাল বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিয়ার কোর্টে এ মামলা দায়ের করেন।

মামলায় অন্যান্য আসামীরা হলো- মো. জামাল হাওলাদার, দুলাল আকন, রহমান, মামুন ও মালেকা। মামলা সূত্রে জানা যায়, চলতি মাসের ১৯ ডিসেম্বর বাবুগঞ্জের মাধবপাশা এলাকার রিপন হাওলাদার তার শ্বশুর বাড়িতে স্ত্রী সন্তানকে আনতে যায়। স্বামী-স্ত্রীর সাথে আগে একাধিক দ্বন্দ্ব হওয়ায় মামলা রয়েছে। ঐ মামলায় সালিশ মিমাংশার জন্য রিপন তার স্ত্রী পারভীনকে আনতে গিয়েছিল।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, তার ছেলেকে হত্যার করার উদ্দেশ্যে পরিকল্পনা করে রাতের খাবার জন্য জোর অনুরোধ করে রেখে দেয়। পরে খাবারের সাথে বিষ মিশিয়ে খেতে দেয়। ঐ খাবার খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্ত্রী-কন্যা রেখে বাড়ি থেকে বের হয়ে একটি ভ্যান যোগে নিজ বাড়িতে আসেন। বাড়ির ভিতরে ঢুকে মা বলে চিৎকার দিলে বাবা-মা ছুটে আসেন। তারা ছেলের ঐ অবস্থা দেখে তাদের আহাজার শুনে বাড়ির অন্যরা ছুটে আসে। এ সময় রিপনকে মাধবপাশা হেলথ কেয়ারে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে পাঠিয়ে দেন। গত ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় সে মারা যায়।

মামলায় আরো উল্লেখ করা হয় পারভীন-রিপন দু’জনের সুখের সংসার ছিল। কিন্তু পারভীনের যাবতীয় চাহিদা রিপন মিটানো সত্ত্বেও সে অন্যের সাথে সম্পর্ক গড়ে। কিন্তু রিপন বাধা দিলে সে বাবার বাড়ি চলে যায়। পরে রিপনের বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়ের করেন। আর ঐ মামলার মিমাংসা করতে গিয়ে তাকে খাবারো সাথে বিষ খাইয়ে হত্যা করা হয়। এ জন্য মৃত রিপনের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।