গৌরনদীতে ট্রান্সফরমার চুরির হিড়িক – দিশেহারা হয়ে পরেছেন ইরি-বোরো চাষীরা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত এক মাসে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাতটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ফলে শুরুতেই দিশেহারা হয়ে পরেছেন এসব এলাকার ইরি-বোরো চাষীরা। বুধবার (৪ জানুয়ারি) রাতে বার্থী এলাকার সিরাজ লস্করের ইরি-বোরো ব্লকের ৫ কেভির ৩ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে ওই এলাকার শত শত কৃষকেরা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসের শেষের দিকে কালিহাতা এলাকা থেকে ১০ কেভির ২টি, বিল্লগ্রাম থেকে ৫ কেভির ১টি, গেরাকুল গ্রাম থেকে ২৫ কেভির ১টি ও সর্বশেষ বার্থী এলাকা থেকে ৫ কেভির ৩ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এরপূর্বে গত দু’মাসে পৌর এলাকার গেরাকুল মহল্লার একই খুঁটি থেকে তিনবার ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিস সূত্রে জানা গেছে, চোরাই হওয়া ৭ টি ট্রন্সফরমারের মূল্য প্রায় ৪ লাখ টাকা। পল্লী বিদ্যুতের নিয়মানুযায়ী চোরাই হওয়া ট্রান্সফরমারের অর্ধেক মূল্য সংশ্লিষ্ট এলাকার বিদ্যুত গ্রাহকদের বহন করতে হয়। এ কারনে ভুক্তভোগীরা দিশেহারা হয়ে পড়েছেন। পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করে জানান, ট্রান্সফরমার চুরির ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।