বরিশালে ওষুধ শিল্পে শ্রমিক অসন্তোষ – অপসোনিন ওষুধ কোম্পানীর ৩২ শ্রমিক ছাটাই

নিজস্ব সংবাদদাতা ॥ ওষুধ প্রস্তুতকারী অপসোনিন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ক্যাপসুল লিমিটেডে শ্রমিক বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় ৩২ শ্রমিককে ছাটাই করা হয়েছে। রোববার বরিশাল নগরীর রুপাতলীস্থ অপসো স্যালাইনের অফিস গেটে এ সংক্রান্ত  এক নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে যারা শ্রমিক বিদ্রোহের সঙ্গে সম্পূক্ত রয়েছে তাদেরকে ভেতরে প্রবেশ নিষিদ্ধ ও চাকুরী থেকে ছাটই করা হয়েছে।

তিন শিফটে ছাটাই চিহ্নিত করে কর্তৃপক্ষ। এদের মধ্যে রয়েছে শ্রমিক নাসির শিকদার, সুমন হাওলাদার, সুজন, নন্দন,কামাল হোসেন, খোকন, স্বপন, লাল চান, বাবু, অপু, খোকন, সাগর। এদের বক্তব্য আমরা এখন কি করে দিনাতিপাত করব। সকাল থেকেই শ্রমিকরা সেখানে জড়ো হলেও কোন ধরনের বিক্ষোভ হয়নি।

জানা গেছে, গত ৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রূপাতলীতে অবস্থিত গ্লোবাল ক্যাপসুল লিমিটেডের কারখানায় সকল শ্রমিককে বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরু হওয়ার পর পরই বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভিতরে কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলে। এসময় কারখানার জানালার কাঁচ ভাংচুর করা হয়।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, প্রতি ৩ মাস অন্তর গ্লোবাল ক্যাপসুল লিমিটেডের কারখানার শ্রমিকদের একটি উৎপাদন ভাতা প্রদান করা হয়। কিন্তু ৪ জানুয়ারী বুধবার সকাল ১৫/২০ জন শ্রমিককে ভাতা দেয়া হবেনা বলে জানিয়ে দেয়া হয়। পরের দিন উৎপাদন ভাতা প্রদানের সময় এ নিয়ে শ্রমিকদের সাথে হিসাব কর্মকর্তার বাকবিতন্ডা ঘটে। আন্দোলনরত শ্রমিকরা জানায়, বিভিন্ন অজুহাতে কর্তৃপক্ষ প্রায়ই শ্রমিকদের উৎপাদন ভাতা বন্ধ ও বেতন টাকা কেঁটে রাখা হয়। এছাড়া বাৎসরিক বোনাস দেয়া নিয়েও গড়িমসি করা হয়।  

প্রসঙ্গত, গত বছরের ১৮ সেপ্টেম্বর শ্রমিক ছাটাই, বেতনভাতা বাড়ানো, বোনাসসহ বিভিন্ন দাবিতে অপসোনিন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অপসোনিনের অপসো-স্যালাইন ল্যাবরেটরিজ, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড কারখানায় শ্রমিক বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।