বরিশালে দু’ডাকাত ও মাদক ব্যবসায়ী আটক – ৪০ কেজি গাঁজা উদ্ধার

উম্মে রুমান, বরিশাল ॥ নগরীর নথুল্লাবাদ বাসস্টান্ড এলাকা ও গৌরনদী থেকে আন্তঃজেলা ডাকাত দলের দু’সদস্য এবং উজিরপুরের গুঠিয়া থেকে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিরাজ হোসনেকে আটক করা হয়েছে।

গত  ৯ ডিসেম্বর গভীর রাতে নগরীর বিমানবন্দর থানার রামপট্রি এলাকার আরিফ ম্যানশনে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতদল বাসার গৃহকর্ত্রী ও বাসায় বেড়াতে আসা এক র‌্যাব কর্মকর্তার মাকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার মোবাইল ফোনসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে গৃহকর্তা জাকারিয়া আরিফ বাদী হয়ে বিমানবন্দর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ লুন্ঠিত মোবাইল ফোনের কললিস্টের মাধ্যমে সোমবার রাতে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাত বেল্লালকে গ্রেফতার করে। বেলালের বাড়ী নড়াইল এলাকায়। সে দীর্ঘদিন ধরে বরিশালে বসবাস করে ডাকাতীসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে।

একই রাতে গৌরনদীর বহুল আলোচিত জোড়া হত্যা মামলার প্রধান আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রবিউল হাওলাদারকে পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রহার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০০৫ সালে সাকোকাঠী গ্রামের সুকুমার দাসের বসত ঘরে ডাকাতির সময় সুকুমারের স্ত্রী ও মেয়ে জামাতাকে কুপিয়ে হত্যা করে রবিউল ও তার সহযোগীরা। এছাড়া গত রমজানে একই গ্রামের জুয়েল খলিফা ও শিল্পপতি শাহজাহান খানের বসত ঘরে ডাকাতি করে। রবিউলকে গ্রেফতারের পর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

এদিকে র‌্যাব সোমবার রাতে উজিরপুরের গুঠিয়া গ্রাম থেকে কুখ্যাত মাদক সম্রাট মিরাজ হোসেনকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গুঠিয়া গ্রামস্থ মিরাজের ঘরে অভিযান চালায়। আটক করা হয় নুর মোহাম্মদ খানের ছেলে কুখ্যাত মাদক সম্রাট মিরাজ হোসেনকে।

জিজ্ঞাসাবাদে মিরাজ স্বীকার করে সে গাঁজা ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত। পরবর্তীতে গুঠিয়া মিরাজের বাড়ির দোচালা গোয়াল ঘরের কাঠের মাচার উপর হতে ঐ পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। মিরাজ দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে গাঁজার বড় বড় চালান এনে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। কিছুদিন পূর্বে তার নিকট আত্মীয় গাঁজা জাহাঙ্গীরও বিপুল পরিমান গাঁজাসহ র‌্যাবের হাতে আটক হয়। মিরাজ বর্তমানে নগরীর কাশিপুর হাই স্কুল সংলগ্ন মহসিন মিয়ার বাসার ভাড়াটিয়া।