কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ – দেখার যেন কেউ নেই!

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের জনগুরুতপূর্ণ গৌরনদী- গোপালগঞ্জ ভায়া আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের আগৈলঝাড়ার গৈলা স্কুলের সম্মুখে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি ব্রীজ।
দেখার যেন কেউ নেই
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে বরিশালের মেসার্স মতিউর রহমান নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রীজটি নির্মান কাজ সম্পন্ন করেন। দীর্ঘদিনেও ব্রীজটির গোড়ায় মাটি ভরাট না করায় নির্মাধীন ব্রীজটি জনসাধারন ও যানবাহন চলাচল করতে পারছেন না। দীর্ঘদিন পরে হলেও গত দু’দিন থেকে (১৬ জানুয়ারি) ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকেরা ব্রীজেরই নিচে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্রীজের গোড়ায় বালু দিয়ে ভরাটের কাজ শুরু করেছে, ফলে নবনির্মিত ব্রীজ, গৈলা স্কুল সংলগ্ন রথ খোলার ব্রীজ ও সড়ক হুমকির মুখে পড়েছে। নবনির্মিত ব্রীজের নিচে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় আনুষ্ঠানিকভাবে ব্রীজটি উন্মুক্ত করার আগেই এর স্থায়ীত্ব নিয়ে চরম শংকা দেখা দিয়েছে। বিষয়টি দেখার যেন কেউ নেই।