নেশার টাকা না পেয়ে বাবুগঞ্জে মা-বাবাকে মারধর

নিজস্ব সংবাদদাতা ॥ বাবুগঞ্জের গাজিপুর গ্রামে নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে মারধর করে বসত ঘড়ে আগুন দেওয়ার সময় জনতা নয়ন (২৫) নামের এক বখাটে যুবককে আটক করে। স্থানীয় জনতা তাকে পুলিশে সোর্পদ করলেও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। সোমবার নেশাগ্রস্থ নয়ন তার বাবা-মায়ের কাছে টাকা দাবী করলে তারা টাকা দিতে অস্বীকার করে। এতে বখাটে যুবক নয়ন ক্ষিপ্ত হয়ে গভীর রাতে তার বাবা মাকে মারধর করে। আজ মঙ্গলবার সকালে সে বসত ঘড়ে আগুন দেওয়ার চেস্টা চালায়। এ সময় তা বাবা মায়ের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে নয়নকে ধরে হাত পাঁ বেঁধে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেয়। বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে পুলিশ না পাঠিয়ে স্থানীয় লোকজনদের মোবাইল ফোনে আদালতে যাওয়ার পরামর্শ দেন। ওসির এ ভূমিকায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তার শেষ পর্যন্ত নেশাগ্রস্থ নয়নকে ছেড়ে দিয়েছে।

You may also like