পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি আটক

নিজস্ব সংবাদদাতা ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জামায়াত ইসলামি সেক্রেটারি মাওলানা মোঃ সিরাজুল হককে (৪২) গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টা দিকে সুবিদখালী ব্রিজের ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজ্র্গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বেগমপুরের নিজ বাড়ি থেকে সরকার বিরোধী বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে সিরাজুল উপজেলার বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে একাধিকবার গোপন বৈঠক করেছেন।

You may also like