বরিশাল বার্নাসের বিজয়ে গৌরনদীতে আনন্দ মিছিল
নিজস্ব সংবাদদাতা ॥ ক্রিস গেইলের কারণে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না অলক কাপালির সিলেট রয়্যালস, জয় দিয়ে শুরু। বিপিএল’র উদ্বোধনী ম্যাচে বরিশাল বার্নাসের স্মরনীয় বিজয়ে শুক্রবার বিকেলে গৌরনদীতে আনন্দ মিছিল বের করা হয়।
সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগ ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ছাত্রাবাসের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিলটি প্রদক্ষিন করে। কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ, ছাত্রাবাসের শিক্ষার্থী রিয়াদ, শিশির, মাসুদ, রানা, সোহেল, মোজাম্মেল, মামুন ও লাভলুর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।
Comments are closed.