গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌরসভার আট নং ওয়ার্ডের গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক নাছিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি ও গেরাকুল আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য গোলাম হেলাল মিয়া, জি.এম আলাউদ্দিন, শরীফ মোঃ জামাল, লিটন বেপারী, সহকারি শিক্ষক অমূল রতন কর প্রমুখ। আজ মঙ্গলবার সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ গোলাম সালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ।
Comments are closed.