বরিশালে খাল বাঁচাতে প্রান্তিক চাষীদের প্রতীকি খাল খনন কর্মসূচী পালন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর লাকুটিয়া খাল সহ ৮টি খাল সংরক্ষণ ও অবৈধ দখলদার উচ্ছেদের দাবীতে প্রতীকি খাল খনন কর্মসূচী পালন করেছে প্রান্তিক চাষীরা। শুক্রবার প্রান্তজন’র উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা এ কর্মসূচী চলাকালে বক্তৃতায় বলেন, নগরীর লাকুটিয়া খাল সহ ৮টি খালের অস্তিত্ব এখন বিলীনের পথে। অবৈধ দখলদারিত্বে সংকুচিত হয়ে পড়ছে খালগুলো। যাতে করে কৃষি কাজে প্রয়োজনীয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। লাকুটিয়া খালের সাথে যুক্ত হওয়ায় বাবুগঞ্জের রায়ের খালের উপর প্রায় ৩ হাজার কৃষকের জীবন-জীবিকা নির্ভর করছে। খালগুলো দখল হয়ে যাওয়ায় কৃষকরা অন্য পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে।

নেতৃবৃন্দ লাকুটিয়া খালের সম্পূর্ণ অংশ জরিপ করে খালের অবস্থান ও অবৈধ দখলদার চিহ্নিত করে উচ্ছেদ, খালের পারে বৃক্ষ রোপন ও ওয়ার্কওয়ে নির্মাণ, খাল খনন করে ও কীর্তনখোলার সংযোগ স্থলে ড্রেজিং করে খালের পানি প্রবাহ ফিরিয়ে এনে খালটিকে নৌ-যান চলাচল ও কৃষি কাজের ব্যববহারের উপযোগী, বীজ তৈরীর সময় দেওয়া আড়াআড়ি মাটির বাঁধ অপসারণ, অকেজো স্লুইজগেট অপসারন সহ বিভিন্ন দাবীর কথা তুলে ধরেন। সমাবেশে সভাপতিত্ব করেন প্রান্তজনের পরিচালক এস এম শাহাজাদা।

You may also like