সাংবাদিক টিটুর হত্যাকারীর বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ
নিজস্ব সংবাদদাতা ॥ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের সাংবাদিক শহিদুজ্জামান টিটিুর ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল প্রেসক্লাবের আয়োজনে বিকেল সোয়া চারটায় অশ্বিণী কুমার টাইন হল চত্বরে প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে সমাবেশে সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিটন বাশার, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজন, জাতীয় পার্টির জেলা সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি শান্তি দাস, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সংবাদপত্র কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক জি.এম বাবর আলী প্রমুখ। এছাড়াও যুব সাংবাদিক ফোরাম, সংবাদপত্র হকার্স ইউনিয়ন, যুবদলসহ অন্যান্য সংগঠন একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেন। সমাবেশে বক্তারা প্রচলিত আইন পরিবর্তন করে সময় উপযোগী করার দাবি জানিয়েছেন। সমাবেশের পর নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
Comments are closed.