বরিশালে সেফটি ট্যাংক থেকে ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর ইছাকাঠীর একটি বাড়ির টয়লেটের সেফটি ট্যাংক তল্লাশী করে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে ওই এলাকার শওকত নিজামের পরিত্যক্ত বাড়িতে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৮’র একটি বিশেষ দল অভিযান চালিয়ে ফেনসিডিলসহ বাবুল হোসেন নামের একজনকে আটক করেছে। অভিযান পরিচালানাকারী র‌্যাবের ডিএডি মোঃ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ির পুরনো সেফটি ট্যাংকের ময়লার স্তুপের মধ্যে তল্লাশী চালিয়ে ফেন্সিডিলসহ বাবুলকে আটক করা হয়। এ ঘটনায় বিমান বন্দর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

You may also like