বরিশালে শিক্ষক কর্মচারী ফ্রন্টের বিক্ষোভ মিছিল – স্মারকলিপি পেশ

নিজস্ব সংবাদদাতা ॥ আসন্ন বাজেটে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, ইনক্রিমেন্ট ও পূর্ণাঙ্গ বোনাসের অর্থ বরাদ্দসহ ১৭ দফা দাবিতে বুধবার সকালে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে পৃথক তিনটি স্মারকলিপি দিয়েছে সংগঠনের নেতা-কর্মীরা।

বেলা এগারোটায় সংগঠনের বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলামের সভাপতিত্বে নগরীর টাউন হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক সামসুল আলম, গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

You may also like