বরিশালে বিশ্ব পরিবেশ দিবস ২০১২ পালিত
নিজস্ব সংবাদদাতা ॥ “পরিবেশ বান্ধব উন্নয়নে আপনিও গর্বিত অংশিদার হোন” শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (মরু)-এর সহযোগীতায় বেসরকারী সাহায্য সংস্থা অর্গনাইজেশন ফর সোসাল ডেভেলপমেন্ট (ওএসডি)’র উদ্যোগে সকাল ১০ টায় র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে ওএসডি’র চেয়ারম্যান মনোতোষ চন্দ্র দাসের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিআরডিবির ভাইস চেয়াম্যান মোঃ জাকির হোসেন, এ্যাচিভমেন্ট গ্র“পের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আকতারুজ্জামান পলাশ।
বক্তব্য রাখেন ওএসডি’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সাপ্তাহিক আলোকিত সময়ের বার্তা সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, টিপিডিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, ডিএসডিওর নির্বাহী পরিচালক লোকমান হোসেন বাবু প্রমূখ।
Comments are closed.