গৌরনদী ও আগৈলঝাড়ায় পৃথক সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদীর ঘেয়াঘাট ও আগৈলঝাড়ার কালুপাড়া গ্রামে গতকাল রবিবার পৃথক হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার গৈলার কালুপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুল হক মোল্লার গরু ছুটে গিয়ে পাশ্ববর্তী সরোয়ার সরদারের ডাটাশাক ক্ষেতে নষ্ট করে। এ নিয়ে সরোয়ারের সাথে হক মোল্লার স্ত্রী রাজিয়ার বাকবিতন্ডা হয়। এর জের ধরে সরোয়ার সরদার ও তার লোকজনে হামলা চালিয়ে আহত করে রাজিয়া বেগম, জালাল মোল্লা, আয়শা আক্তার, রাবেয়া খানম, কবির মোল্লা, সাইদুল মোল্লাসহ কমপক্ষে ১০ জনকে। অপরদিকে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একইদিন দুপুরে গৌরনদী উপজেলার ঘেয়াঘাট গ্রামে সাঈদ আহম্মেদ মন্টু ও তার সহদর ঝন্টু সরদারের সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে আব্দুল হাকিম, জাহাঙ্গীর সরদার, দাদন সরদার, মিনু বেগমসহ কমপক্ষে ১০ জন আহত হয়।