গৌরনদীর আলোর পথে শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার আলোর পথে শিল্পগোষ্ঠীর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সকালে পশ্চিম শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে সকাল দশটায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ দুলাল ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রব সরদার। বিশেষ অতিথি ছিলেন ছাত্রনেতা রাতুল শরীফ, দক্ষিন বিজয়পুর ছাত্রসংসদের সাধারন সম্পাদক মোঃ আসলাম সিকদার। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোঃ আশিক, সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকির, প্রচার সম্পাদক আমির হামজা, সদস্য আনোয়ার হোসেন, রাসেল ফকির, জালাল নুর ফরাজী প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Comments are closed.