বরিশালে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর কাশিপুর এলাকার পুকুর থেকে যুবতী গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উদ্ধার করা গৃহবধূ হচ্ছে কাজল রানী ওরফে সাথী (২০)।

মহানগরীর বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, কাশিপুর চহুতপুর এলাকার শেরে বাংলা সড়কের মকবুল মিয়ার ভাড়াটিয়া বাসায় সাথী তার স্বামী বাপ্পী চন্দ্রের সাথে বসবাস করতো। রবিবার সকালে পুকুর ঘাটে গিয়ে সাথী পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা মুর্মুর্ষ অবস্থায় সাথীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা সাথীকে মৃত ঘোষনা করে। সাথীর স্বামী বাপ্পী জানায়, তার স্ত্রী সাথী রানী মৃগী রোগী ছিলো।

You may also like