গৌরনদীতে মোটরসাইকেল ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে হত ১ ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর নামকস্থানে গতকাল শনিবার দুপুরে মোটরসাইকেল ও যাত্রীবাহি বাসের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও ৫জন আহত হয়েছে। পুলিশ ঘাতক ড্রাইভার ও বাসটিকে আটক করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানান, বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহি সুরভী পরিবহন (ঢাকা-মেট্রো-ব-০২-০৪০৮) বেপরোয়াগতিতে গৌরনদীর বাটাজোর কবিবাড়ি নামকস্থান অতিক্রমকালে বিপরিতদিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের মন্নান মৃধার পুত্র ফিরোজ মৃধা (২৮) মারা যায়। এসময় সুরভী পরিবহনের ৫ জন যাত্রী আহত হয়। সুরভী পরিবহনের ঘাতক ড্রাইভার আনিচ খান (৪৫) পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। গ্রেফতারকৃত ড্রাইভারের বাড়ি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার রায়পুরা গ্রামে। সে ওই গ্রামের মৃত শরিয়ত খানের পুত্র। এ ঘটনায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুরভী পরিবহনটি আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়।