মেনন শপথ না নেয়ায় বরিশালে ওয়ার্কার্স পার্টির মিষ্টি বিতরণ

নিজস্ব সংবাদদাতা ॥ দলের পলিটব্যুরোর সিদ্ধান্তে রাশেদ খান মেনন মন্ত্রী হিসেবে শপথ না নেয়ায় বৃহস্পতিবার বিকেলে বরিশালে মিষ্টি বিতরন করেছেন ওয়ার্কার্স পার্টির নেতারা।

নগরীর ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরন করা হয়। এসময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল হক নিলু, জেলা শাখার সম্পাদক বিশ্বজিত রাড়ৈ, সদস্য শান্তি দাস, জেলা যুব মৈত্রীর সভাপতি টিপু সুলতানসহ ওয়ার্কার্স পার্টি, যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল হক নিলু জানান, দলের পলিটব্যুরো চায় না সরকারের শেষ সময়ে রাশেদ খান মেমন মন্ত্রী হন। তাই পলিটব্যুরোর সদস্যরা বৈঠক করে সিদ্ধান্ত দিয়েছেন রাশেদ খান মেনন যাতে মন্ত্রী হিসেবে শপথ গ্রহন না করেন। তিনি (মেনন) পলিটব্যুরোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তাই তাকে স্বাগত জানিয়ে বরিশালে মিষ্টি বিতরন করা হয়।

You may also like