মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের মাছের পোনা বিতরন

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের পূর্ণবাসনের লক্ষে গতকাল বৃহস্পতিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার মৎস্য চাষীদের মাঝে সরকারি ভাবে বরাদ্দকৃত বিভিন্ন জাতের মাছের পোনা, সার ও চুন বিতরন করা হয়েছে। ২৮১ জন মৎস্য চাষীর প্রত্যেককে বিভিন্নজাতের ৪ কেজি মাছের পোনা, ৫৫ কেজি চুন, ৪০ কেজি ইউরিয়া ও ২০ কেজি করে টিএসপি সার এবং ১৯ জন চিংড়ি চাষীর প্রক্যেতকে ১ হাজারটি চিংড়ির পিএল, ৫৫ কেজি করে চুন, ৫০ কেজি ইউরিয়া ও ২৫ কেজি করে টিএসপি সার বিতরন করা হয়।    
বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস মাছের পোনা বিতরনের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, জেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।