গৌরনদীতে ছাত্রলীগ নেতাকে লাঞ্চিত

বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফকে গতকাল সোমবার দুপুরে লাঞ্চিত করেছে টেম্পু শ্রমিকেরা। এর প্রতিবাদে ছাত্রলীগ কর্মীরা ৩ টি টেম্পু ও টেম্পু শ্রমিক অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। হামলায় ৪ টেম্পু চালক আহত হয়। 
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নয়ন শরীফ জানান, গতকাল সোমবার দুপুর সোয়া একটার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে তিনি ও তার মা ব্যাটারি চালিত অটোরিক্সায় ওঠাকে কেন্দ্র করে টেম্পু শ্রমিক নাসির উদ্দিন অটোরিক্সার চালককে মারধর করতে যায়। এসময় টেম্পু শ্রমিক নাসির উদ্দিনকে তিনি (ছাত্রলীগ নেতা) বাঁধা দিতে গেলে তাকে শারিরিক লাঞ্চিত করা হয়। মুহুর্তের মধ্যে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় এখবর ছড়িয়ে পরলে ছাত্রলীগ কর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়। এ সময় পূর্ণরায় টেম্পু শ্রমিকেরা ছাত্রলীগ কর্মীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে ৩টি টেম্পু ভাংচুরসহ গৌরনদী বাসষ্ঠ্যান্ডের টেম্পু শ্রমিক ইউনিয়নে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে টেম্পু চালক রাজ্জাক আকন, ফিরোজ আকন, আবুল মাতুব্বর ও নাসির উদ্দিন আহত হয়। খবর পেয়ে গৌরনদী থানার এস.আই মিজানুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্ত্রিতি নিয়ন্ত্রনে আনেন।