বরিশালে ভন্ড ফকির সোলায়মান আটক
বরিশাল সংবাদদাতা ॥ বরিশাল কোর্ট কম্পাউন্ড থেকে ভন্ড ফকির সোলায়মান (৩৫)কে আটক করেছে পুলিশ। দুপুরে কাউনিয়া থানা পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, মেহেন্দিগঞ্জের সুলতানি এলাকার ইব্রাহিম হাওলাদারের ছেলে সোলায়মান। এই সোলায়মান দীর্ঘ দিন ধরে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে নানা ধরনের প্রতারনা করে আসছিল। প্রতারক সোলায়মান নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করে প্রতারনামূরক কর্মতান্ড চালাত। সম্প্রতি শহরতলীর কাগাশুরু এলাকার মঈন সরদারের কলেজ পড়ুয়া কন্যাকে উত্যাক্ত করে আসছিল। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাকে তুলে নেয়ারও হুমকী দেয়। একপর্যায়ে মেয়ের বাবা থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক সোলায়মানকে আটক করা হয়েছে। সে মুলত একজন ইভটিজার। এছাড়া সে ভন্ড ফকিরও।
Comments are closed.