Menu Close

ট্রাক চাপায় নির্মাণ শ্রমিক নিহত

নাসির উদ্দিন সৈকত ॥  বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মোড়াকাঠী এলাকায় আজ বুধবার সকাল সাতটার দিকে অজ্ঞাতনামা ট্রাকের চাঁপায় সাইকেল অরোহী এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। নিহত নির্মান শ্রমিক মোঃ কালাম বেপারী (১৮) উজিরপুরের রমজানকাঠী গ্রামের আইয়ুব আলী বেপারীর পুত্র।

জানা গেছে, গৌরনদীগামী অজ্ঞাতনামা ট্রাক সাইকেল আরোহী কালামকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃতবলে ঘোষণা করেন।

Related Posts