Menu Close

পরিবেশ বান্ধব বন্ধু চুলা ব্যবহার শীর্ষক কর্মশালা

নাসির উদ্দিন সৈকত ॥  সাশ্রয়ী পরিবেশ বান্ধব বন্ধুচুলা ব্যববার শীর্ষক উদ্ভুদ্ধকরণ দিনব্যাপী কর্মশালা আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অর্গানাইজেশন ফর সোশাল্ ডেভেলমপেন্ট (ও.এস.ডি)’র আয়োজনে জিআইজেড ও এসজেড’র সহযোগীতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ওএসডি’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিআইজেড’র বন্ধুচুলা প্রোগ্রামের জেলা ম্যানেজার বিজয় কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ শান্তিরঞ্জন সোম, ইউপি সদস্য কাজী গিয়াস উদ্দিন বাবুল, টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, আলোকিত সময়ের বার্তা সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, ওএসডি’র ভাইস চেয়ারম্যান মনিকা রানী সরকার। বক্তব্য রাখেন জিআইজেড’র সহকারী জেলা ম্যানেজার দেবাশীষ কুমার মন্ডল, জিডিএস’র ম্যানেজার অনাদি বৈরাগী অনুপ, সাংবাদিক মোঃ সাইফুল মৃধা, নাসির উদ্দিন সৈকত, সমাজ সেবক অমলা রানী বিশ্বাস, সুজন ঘরামী প্রমূখ।

Related Posts