Menu Close

প্রেমিক যুগল শ্রীঘরে

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥  প্রেমিকাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে গিয়ে অবশেষে প্রেমিক জুটি ধরা পরেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের হাতে। একপর্যায়ে বেরসিক পুলিশ উভয়কে পাঠিয়েছেন আদালতে। আদালত থেকে আজ রবিবার প্রেমিক জুটিকে পাঠানো হয় শ্রীঘরে।

 
জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পাশ্ববর্তী কোটালীপাড়ার বান্ধাবাড়ি গ্রামের জামাল কাজীর কন্যা সোনিয়া আক্তার ডলির সাথে দীর্ঘ তিন বছর ধরে চুটিয়ে প্রেম করে আসছিলো পাশ্ববর্তী মাছবাড়ি গ্রামের শাহাদাত শেখের পুত্র সামসুজ্জামান রাশেদ। তারা আজ রবিবার সকালে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে বাড়ি ছাড়ে। আগৈলঝাড়া সদর অতিক্রমকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আক্কাস আলী তাদের আটক করে।

Related Posts