দেখার যেন কেউ নেই..! – গৌরনদীতে প্রকাশ্যেই রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো হচ্ছে রসালো ফল

গৌরনদীতে দীর্ঘদিন পূর্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হলেও অজ্ঞাত কারনে রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকানোর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আজো কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। স্থানীয় আজাহার উদ্দিন, বিশ্বজিত, ইমতিয়াজসহ একাধিক ব্যক্তি বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই অসাধু ব্যবসায়ীরা রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকাচ্ছেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রবীন্দ্রনাথ গাইন রবিন এ প্রসঙ্গে বলেন, স্বাস্থ্য সুরক্ষায় ফলের গুনাগুন অপরিসীম হলেও রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফল স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এসব ফল খেয়ে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন, রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকানোর ফলে তিনি ভয়ে ফল খাওয়া ছেড়ে দিয়েছেন। তিনি স্থানীয়দের সাথে একত্বতা ঘোষনা করে আরো বলেন, জরুরি ভাবে রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকানো রোধে কার্যকরী ব্যবস্থা নেয়া উচিৎ। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রীঘই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকানোরোধে ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।