ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের ৫ জন আহত

হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতসূত্রে জানাগেছে, উপজেলা অশোকসেন গ্রামের শ্রীমতি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুবর্ণা হালদার ও সপ্তম শ্রেণীর ছাত্রী সুচন্দা হালদার স্কুলে যাওয়া আসার পথে অশোকসেন গ্রামের অসীম, সমির, মিঠু হালদার প্রায়ই অশোকসেন ব্রীজে বসে ইভটিজিং এর শিকার হত।

গত বুধবার স্কুল ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে ব্রীজ সংলগ্ন স্থানে বসে পুনরায় ইভটিজিং-এর সময় প্রতিবাদ করায় উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে সুবর্ণা হালদার, সুচন্দা হালদার, রেনু হালদার ও কবিতা হালদারসহ ৫ জন আহত হয়। আহত সুবর্ণা, সুচন্দাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।