সুদের টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ মহিলাসহ ২৫ জন আহত

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম ডুমুরিয়া গ্রামের তপন বিশ্বাসের কাছ থেকে গত দেড় বছর পূর্বে ১০ হাজার টাকা সুদে আনেন পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি গ্রামের দিনমজুর বিপুল বকশি। গত ছয়মাস পূর্বে তপন ১০ টাকায় সুদে আসলে ২০ হাজার টাকা দাবি করেন। ওইসময় দিনমজুর বিপুল ১৮ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ২ হাজার টাকা দিতে পারবেন না বলে ক্ষমা চেয়ে নেন। গত দু’মাস পূর্বে গ্রাম্যসুদি মহাজন তপন বিশ্বাস পাওনা ২ হাজার টাকার সুদে আসলে বিপুলের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সুদি মহাজন তপন বিশ্বাস ও তার সহযোগীরা হামলা চালিয়ে বিপুল বকশি, গৌরাঙ্গ বিশ্বাসসহ ৫ জনকে আহত করে। এ ঘটনায় বিপুল বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তপন গংরা কারাভোগের পর জামিনে বের হয়ে বিপুল ও গৌরাঙ্গকে নানাধরনের ভয়ভিতী প্রদর্শন করে সুতারবাড়ি বাজারের গৌরাঙ্গর মুদি দোকান বন্ধ করে দেয়।

গতকাল বুধবার সকাল দশটায় গৌরাঙ্গ বিশ্বাসের পুত্র গোকুল বিশ্বাস বন্ধ দোকান খুলতে গেলে সুদি মহাজন তপন বিশ্বাস ও তার সহযোগীরা গোকুলের ওপর হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা, পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের নারায়ন ঠাকুর, রিতা চক্রবর্তী, সীমা বিশ্বাস, রিপা বিশ্বাস, বকুল বিশ্বাস, পলাশ বিশ্বাস, নির্মল বিশ্বাস, বাবু বিশ্বাস, মিরন, হরি দাস, রিপন দাস, স্বপন দাস, গৌরাঙ্গ বিশ্বাস, রিনা বিশ্বাস, সুমি বিশ্বাস, রোবেকা বিশ্বাস, আরতি দাসসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতর আহত ১০ জনকে গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।