বিএনপির দু’গ্রুপের সমাবেশের আয়োজন ॥ এলাকায় উত্তেজনা

আয়োজন করায় উভয়দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে দু’গ্রুপই সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন। এ নিয়ে স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডস্থ বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার। পাশাপাশি একইস্থানে একই সময়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক আহসান হাবীব কামাল।

এমপি মজিবর রহমান সরোয়ার জানান, বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য মেট্রোপলিটনে তারা আবেদন করেছেন। কর্মসূচি পালনের প্রস্তুতিও সম্পন্ন। সুতরাং সেখানে এখন অন্য কারোর আলাদা প্লাটফর্মে কর্মসূচি পালনের কোন সুযোগ নেই।
অপরদিকে, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব কামাল জানান, দলীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন তারা। তিনি বলেন, একত্রে নয় আলাদাভাবেই কর্মসূচি পালিত হবে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার (এসি) আসলাম খান জানান, একই সময়ে একইস্থানে বিএনপির দু’গ্রুপের সমাবেশ ডাকায় অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ কারণে কোনো গ্রুপকেই এখন পর্যন্ত অনুমতি দেয়া হয়নি। তিনি আরো বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।