আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নে নির্বচনী হাওয়া

কমিশনার ২০১১ সালের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য ঘোষনা করায় আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের সর্বত্র নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ৫টি ইউনিয়নের আওয়ামীলীগ সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নস্থানে সামাজিক কর্মকান্ড বিভিন্ন উন্নয়ন মূলক কাজ  এবং হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় স্ব-স্ব ইউনিয়রে সম্ভাব্য প্রার্থীরা অনুদান দিয়ে প্রার্থীতার মনোভাব দেখাতে শুরু করেছ। এরই মধ্যে বাগধা ইউনিয়নের আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী সংখ্যা প্রায় অর্ধ ডজনের অধিক। এরমধ্যে মাঠে নেমে পরেছে বর্তমান সফল চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, তিনি  আগৈলঝাড়া উপজেলা  যুবলীগের সভাপতি। অন্যদিকে সাবেক চেয়ারম্যান আইউব আলী মিয়া। তিনি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য। 

অন্যদিকে বাগধা ইউনিয়নের কয়েকবার নির্বাচিত সফল সংরক্ষিত ইউপি সদস্যা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পেয়ারা ফারুক বকতিয়ার তিনি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়া সত্ত্বেও আওয়ামীলীগ দলীয় টিকেট না পাওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাড়ান। তিনি বাগধা ইউনিয়ন নির্বাচনের জন্য  ইতিমধ্যে সাধারণ জনগণের মাঝে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে হাটি হাটি পা পা করে খোজ খবর নিতে শুরু করেছেন সাধারণ মানুষের। পাশাপাশি সামাজিক কর্মকান্ড ও উন্নয়ন মূলক কাজও করে চলেছেন। এ ব্যাপারে পিয়ারা ফারুক বকতিয়ার জানান, সাধারণ জনগন ও দল চাইলে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করব। তিনি আরো বলেন, আমি ইউপি সদস্যা থাকাকালীন আমার সংরক্ষিত ওয়ার্ড ও ইউনিয়নের বাকি ওয়ার্ড গুলির জন্য উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করেছিলাম। অন্যদিকে ঐ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আরও রয়েছে- আকবর মিয়া, বাদশা হাওলাদার ও মন্টু মিয়া।