বিনোদন
কাজী শুভর নতুন মিউজিক ভিডিও (ইউটিউব)

নির্মিত হল জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও রিমার ‘জীবনের খেয়া ঘাটে’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন আব্দুল কাদের মুন্না। সুর করেছেন বেলাল খান। গানটি কম্পোজিশন করেছেন মুশফিক লিটু।
সম্প্রতি মানিকগঞ্জের নাহার সিটি গার্ডেনে গানটির ভিডিওচিত্র নির্মিত হয়েছে। এটি নির্মান করেছেন এস.এম তুষার।
গানটি সম্পর্কে Gournadi.com কে কাজী শুভ বলেন, ‘জীবনের খেয়া ঘাটে’ আমার একটি পছন্দের গান। এর কথা ও সুরে বৈচিত্র রয়েছে । আমি গানটি নিয়ে ভীষন আশাবাদী।’
বর্তমানে সম্পদনার টেবিলে রয়েছে ভিডিওটি। ভিডিও চিত্রটি খুব শিগগিরই বিভিন্ন বেসরকারী চ্যানেলে প্রচার করা হবে।
গানটিতে মডেল হয়েছেন সজিব ও লোপা।
সিডি চয়েসের ব্যানারে গত ঈদুল আযহায় ‘জীবনের খেয়া ঘাটে’ অ্যালবামটি রিলিজ হয় ।
[youtube url=”http://www.youtube.com/watch?v=V1kuT8ZQi-4” width=”560″ height=”315″]
সংবাদ : রেজাউল শরীফ
ফেসবুকে মন্তব্য করুন :
মন্তব্যে প্রকাশিত যেকোন কথা মন্তব্যকারীর একান্তই নিজস্ব। Gournadi.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের কোন মিল নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে Gournadi.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নিবে না