বরিশালের বিতর্কিত ছাত্রদল নেতা ছবির গ্রেফতার

গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, ছাত্রদল নেতা ছবিরের বিরুদ্ধে হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় ওয়ারেন্ট রয়েছে। এজন্য গোপন সংবাদের ভিত্তিতে তাকে নগরীর জালিয়াবাড়ি পুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সূত্রমতে, নাজমুল হাসান ছবির বিগত জোট সরকারের আমলে নানাবিধ অন্যায় অপকর্মের জন্ম দিয়ে বেশ বিতর্কিত হন। তার বিরুদ্ধে বিএম কলেজ ছাত্রসংসদের অর্থ আত্মসাতের অভিযোগে দুনীর্তি দমন কমিশনে একটি মামলাও দায়ের হয়। এছাড়া ওই ছাত্রনেতার বিরুদ্ধে স্কুল-কলেজ পড়–য়া ছাত্রীদের উত্যক্ত করার নানা অভিযোগ রয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পুলিশ ছবিরকে প্রথমে ইভটিজিংয়ের অভিযোগে আটক করে। পরে থানায় নিয়ে আসার পর তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়েরকরা অপর একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। সূত্রটি আরো জানায়, তার নিকট থেকে পুলিশ ১৯টি মোবাইল সিম উদ্ধার করেছে। যদিও পুলিশ সিম উদ্ধারের ঘটনাটি সঠিক নয় বলে জানিয়েছেন।