নারায়ণগঞ্জের পলাতক আসামি গ্রেফতার
পলাতক আসামি মাহবুব সরদারকে (৪০) পুলিশ গতকাল সোমবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রাম থেকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহবুব সরদার নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে জনৈকা ইয়াসমিন বেগম বাদি হয়ে নারায়নগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত এক বছর পূর্বে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে মাহবুব পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ মাহবুবের গ্রামের বাড়ি দক্ষিণ গৈলা থেকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আক্কাস আলী সরদারের পুত্র।
Comments are closed.