বন্যার পানিতে ধসে গেছে মুলাদীর নয়াভাঙ্গনী নদীর সংযোগ সড়ক

মুলাদী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বসত ভিটা, ফসলিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । পানিবন্ধি হয়ে পরেছে উপজেলার প্রায় ৫ শত পরিবার। এদিকে পানির তোরে হিজলা-মুলাদী সংযোগ সড়কের নয়াভাঙ্গনী নদীর ওপর নির্মানাধীন ব্রীজের পূর্ব অংশের নতুন সংযোগ সড়কটি কয়েক জায়াগায় ধসে গেছে। মুলাদী উপজেলা সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র গতকাল ক্ষতি গ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন।

ব্রীজের ঠিকাদার হারুন অর রশিদ খান জানান, এলজিইডি ঐ সড়ক নির্মান কাজের মধ্যে গাইড ওয়াল অন্তর্ভূক্ত না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়ক ধসে যাওয়ায় ঠিকাদার বিপাকে পড়েছেন। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ধসে যাওয়া সড়ক পুণঃনির্মাণে ভোগান্তির শিকার হচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ সড়ক নির্মান করতে হলে গাইড ওয়াল জরুরী বলে মনে  করেছেন বরিশাল এলজিইডির সহকারী প্রকৌশলী রুহুল আমিন। এছাড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বন্যার পানি ঢুকে পড়ায় পানি বন্ধি হয়ে পরেছে ৫শতাধিক পরিবার।