সাংবাদিকরা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের শিক্ষক- নানক

ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দেশের সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। সাংবাদিকরা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের শিক্ষক। আ’লীগ সরকারের সময়ে সাংবাদিকদের সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হয়েছে। এজন্য সাংবাদিকদের উচিৎ ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে নেগেটিভ দিক’র পাশাপাশি পজেটিভ দিক তুলে ধরা।

ইউএনডিপি’র অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পরিচালনায় ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সহযোগীতায় বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে আজ শুক্রবার দিনব্যাপী বিভাগীয় সাংবাদিকদের নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নানক এসব বলেন।

সভায় অনান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের  একান্ত সচিব-১ মোঃ নজরুল ইসলাম,পিআইবির পরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস, বাসস’র সিটি এডিটর অজিত সরকার, বাসস’র মিডিয়া কনসালট্যান্ট মু.রহমত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যাবস্থাপনা পরিচালক ইহসানুল করিম।