ঝালকাঠিতে বিটিসিএল ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস স্থানান্তরের দাবি

এর বিভাগীয় ইঞ্জিনিয়ার (ফোনস) অফিসটি বরিশাল থেকে অবিলম্বে ঝালকাঠিতে স্থানান্তরের দাবি জানিয়েছে ঢাকাস্থ ঝালকাঠি জেলা উন্নয়ন ফোরাম। একই সঙ্গে তারা বরিশালে বিটিসিএল’র জিএম অফিস প্রতিষ্ঠারও দাবি জানান। ফোরামের পক্ষে আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির ও সদস্য সচিব মোঃ আকতার হোসেন এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করেন।

আবেদনে বলা হয়, বর্তমান সরকারের প্রতিশ্র“তি ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার উন্নত টেলিযোগাযোগ নেটওয়ার্ক। যা সম্প্রসারণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বৃটিশ-ভারতে দ্বিতীয় কোলকাতা খ্যাত ঝালকাঠির আর্থ-সামাজিক ও ভৌগলিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। শিক্ষার হারে এ জেলার স্থান উচ্চ স্থানে। এছাড়া অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ঝালকাঠি অগ্রগামী। এ পরিস্থিতিতে বরিশালে থাকা ৩টি ডিভিশনাল ইঞ্জিনিয়ার দফতর থেকে ডিভিশনাল ইঞ্জিনিয়ার (ফোনস) অফিসটি ঝালকাঠিতে স্থানান্তর করা হলে সরকার যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনি সেবার মানও বৃদ্ধি পাবে।