বরগুনার রামনায় ঘরভাড়া না দেওয়াকে কেন্দ্র করে মহিলাসহ আহত ৪

ঘরভাড়া না দেওয়ায় সন্ত্রাসীরা আহত করেছে মহিলাসহ ৪ জনকে। বৈকালীন বাজারে জাহিদুল ইসলাম টিপুর একটি দোকান ঘরভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ একই এলাকার মিলন জোমাদ্দার ব্যবসা চালিয়ে আসছিল। কিন্তু ঠিকমত ভাড়া না দেওয়ায় এবং টিপু নিজে দোকানটি করার জন্য মিলন জোমাদ্দারকে ঘরটি ছেড়ে দিতে বলেন। কিন্তু মিলন ঘরটি ছাড়বেন না বলে জানিয়ে দেয়।

পরে টিপু, তার দুইবোন আফরিন (২২), জেসমিন (২৬) এবং মা জায়েদা বেগম (৬৫) ঘর না ছাড়ার কারণ জানতে চাইলে মিলন জোমাদ্দার টিপুর কাছে একলক্ষ টাকা পাবেন বলে দাবী করেন। টিপু জানতে জান উক্ত টাকা নেওয়ার কোন স্বাক্ষী আছেন কিনা ? এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় মিলন জোমাদ্দার, রাজিব জোমাদ্দার, রাজু জোমাদ্দার, বাপ্পী জোমাদ্দার ও এদের ভাই বর্তমান চেয়ারম্যান নজরুল জোমাদ্দারের নির্দেশে ও উপস্থিতিতে টিপু ও তার পরিবারবর্গকে পিটিয়ে আহত করে। পরে তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা ও মামলার প্রস্তুতি নিচ্ছে বলে ভূক্তিভোগী পরিবারটি জানান।