দূর্গা প্রতিমা তৈরি করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ

হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে উভয়গ্রুপের মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর মধ্যপাড়ায় সার্বজনীন দূর্গা মন্দিরে এবছর পূজার আয়োজনে প্রাক প্রস্তুতি নিতে মঙ্গলবার সন্ধ্যায় মন্দির প্রঙ্গনে নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রতিমা তৈরির করনীয় বিষয় নিয়ে বৈঠক বসে। বৈঠকে গ্রামের প্রায় অর্ধশত লোক একমত পোষণ করলেও ওই গ্রামের বিপ্লব ঘটক ও তার অনুসারীরা ভিন্ন মত পোষণ করে। গতকাল বুধবার সকালে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমা তৈরির কাজে মৃদ শিল্পী (পাল) কাজ করা শুরু করলে বিপ্লব ঘটকের নেতৃত্বে স্বপন ঘটক, সবুজ ঘটক, সুকন্ঠ ঘটক, বিল্টু ঘটক সহ ১০-১৫ জনের একটি দল প্রতিমা নির্মানে বাঁধা দিলে গ্রামবাসীর সাথে সংঘর্ষ বাঁধে। পরিকল্পিত এই সংঘর্ষে লালমতি রায় (৫০), নারায়ন চন্দ্র রায় (৬৫), লক্ষ্মী রানী (৩০), দুলাল সরকার (৪০), নৃপেন রায় (২৭), উপেন রায় (৩০), গোবিন্দ হাওলাদার (৪০), হরিপদ হাওলাদার (৩৫), নিখিল হাওলাদার (২৫) সহ ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।