আগৈলঝাড়ায় ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে ডাক্তারের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মৃত জমিস সরদারের স্ত্রী নাসরিন বেগম অভিযোগ করেন, উপজেলা দক্ষিণ শিহিপাশা গ্রামের মৃত হেমায়েত সরদারের পুত্র ও তার স্বামী জসিম সরদার (২৪) গতকাল বৃহস্পতিবার সকালে তার সাথে  অভিমান করে বিষপান করে। মুর্মুর্ষ অবস্থায় জসিমকে আগৈলঝাড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সহিদুল ইসলাম প্রায় দু’ঘন্টা রোগীর কোন চিকিৎসা না দিয়ে হাসপাতালের বারান্দায় ফেলে রাখে। এ সময় জসিমের আত্মীয়-স্বজনেরা ডাক্তারকে বার বার চিকিৎসা দেয়ার জন্য অনুরোধ করলেও ডাক্তার জসিমকে না দেখে অন্য ডাক্তার আসার জন্য মোবাইলে কথা বলেন। প্রায় দু’ঘন্টা পর জসিম মৃত্যুর কোলে ঢলে পরে। জসিমের নিকট আত্মীয়-স্বজনেরা অভিযোগ করেন, ডাঃ সহিদুল ইসলামের অবহেলার কারনেই জসিমের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ওই ডাক্তারের বিরুদ্ধে মৃত জসিমের পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।