বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তির ফরম ছাড়া হবে ২৩ সেপ্টেম্বর

উম্মে রুম্মান, বরিশাল ॥ অনলাইনে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য মোবাইল অপারেটর কোম্পানী টেলিটকের সঙ্গে চুক্তি করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লিয়াজো কার্যালয়ে এক বছরের জন্য এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুনর রশিদ এবং টেলিটকের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান।

একই দিন ঢাকার লিয়াজো কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির ফরম আগামী ২৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে পাওয়া যাবে। ঐ দিন ফরম বিতরণ কার্যাক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।