বরিশালে দু’গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু

উম্মে রুম্মান, বরিশাল ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়ার রাঢ়ীমহল গ্রামের অটোচালক চুন্নু গাজীর স্ত্রী শাহনাজ বেগম (৩৫) ও গৌরনদী বাটাজোরের বসার গ্রামের কালাম ফকিরের স্ত্রী আকলিমা বেগমের (৩২) অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শিয়ালের হাত থেকে মুরগী রক্ষার জন্য খোপে (বাসা) বিদ্যুতের সংযোগ দিয়েছিলো চুন্নু গাজী। গতকাল বুধবার সকালে সংযোগ বিচ্ছিন্ন না করে শাহনাজ মুরগী ছাড়তে যায়। এতে বিদ্যুতপৃষ্ট হয়ে শাহনাজের মৃত্যু হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শহিদুল্লাহ জানান, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

অপরদিকে মঙ্গলবার রাতে গৌরনদীর বসার গ্রামের গৃহবধূ আকলিমা বেগম ভাত খাওয়ার পর প্রতিদিনের মত পান খায়। পান শ্বাসনালীতে আটকে গিয়ে সে মারা যায়। গৃহবধূর ভাই দিনমজুর ইদ্রিস শরীফ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে নির্যাতন করে আকলিমাকে হত্যা করেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।