উজিরপুরে ১৫১ তম নৌকা বাইচ প্রতিযোগীতা

মিজানুর রহমান, উজিরপুর ॥ বরিশালের উজিরপুরের হারতায় ঐতিহ্যবাহী ১৫১ তম নৌকা বাইচ গতকাল বিকাল ৪ টায় সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী লক্ষ্মীপুজা উপলক্ষ্যে প্রতি বছরের মত নৌকা বাইচ প্রতিযোগীতায় দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫ টি বাইচের নৌকা  অংশগ্রহন করেন। নৌকা বাইচে প্রথম হয় মাদারীপুরের গৌতম ভক্তের দল, দ্বিতীয় হয় রাজৈরের সুকুমার বাইনের দল ও তৃতীয় হয় গোপালগঞ্জের কালীপদ তালুকদারের দল। নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে হারতা বন্দরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উজিরপুর-বানারীপাড়ার সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, বিশেষ  অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়সিন্ধু তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি  ইউপি চেয়ারম্যান ডা. হরেন রায়। নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে হারতার সন্ধ্যা নদীর ২ পাড়ে উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া, কোটালীপাড়া, আগৈলঝাড়া, গোপালগঞ্জ, স্বরুপকাঠী, নাজিরপুর, কাউখালী, পিরোজপুর, বরিশাল থেকে আসা প্রায় ২ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে । গত বছরের বাইচ  প্রতিযোগীতায় অনাকাঙ্খিত ভাবে ট্রলার ডুবির ঘটনায় ২ শিশুসহ চার জনের প্রানহানীর কারনে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও স্থানীয় বাইচ কমিটি কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করেন, যার ফলে এবছর শান্তিপূর্নভাবে নৌকা বাইচ উদযাপন হয়েছে। উল্লেখ্য যে, ব্রিটিশ আমলে ১৫১ বছর আগে হারতা অঞ্চলের স্বর্গীয় সীতানাথ পান্ডে নামক জনৈক ব্যাক্তি এই নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু করেছিলেন।