ঝালকাঠি নাগরিক ফোরামের কঠোর কর্মসূচী

ঝালকাঠি অফিস ॥ ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবীতে দ্বিতীয় দফায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় দেউরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ঝালকাঠি নাগরিক ফোরাম পোনাবালিয়া ইউনিয়ন শাখার আহবায়ক আবুবকর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জনগনের ভোগান্তি লাগবের জন্য সরকারের কাছে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান। কর্মসূচীতে ইউনিয়নের প্রার্থীসহ সকল শ্রেনী পেশার নাগরিকরা অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহমেদ আবু জাফর, নাগরিক ফোরাম নেতা আবু সাঈদ খান, আ: বারেক মিয়া, দীপু লাল দাস, কবি এমএ মুসা, এসএম রায়হান আনিস, জাহাঙ্গীর আলম, পোনাবালিয়া ইউনিয়ন কমিটির যুগ্ম-আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সদস্য মো: মাহতাব হোসেন, কামাল হোসেন মল্লিক, আ: ছালাম প্রমুখ।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন। তারিখ ঘোষনা ও বাছাই শেষে নির্বাচন বানচালকারী একটি গোষ্ঠী ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে নিম্ম আদালত থেকে উচ্চ আদালতে একের পর এক মামলা দায়ের করে নির্বাচন বন্ধ করে রেখে নাগরিকদের ভোগান্তি বাড়িয়ে তুলছে। বর্তমানে ইউনিয়নের জনগন ইউনিয়ন পরিষদের সেবা থেকে নানা ভাবে বঞ্চিত হয়ে আসছে।

সমাবেশে বক্তারা সরকারের কাছে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবী তোলেন, না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচীরও ঘোষনা দেয়া হয়।