ভোলায় ইভটিজারদের হামলা বসত ঘর ভাংচুর

বিশেষ প্রতিনিধি ॥ ভোলায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিংকারীদের তালিকা দেয়ার অপরাধে শনিবার সন্ধ্যায় বয়জুদ্দিন ব্যাপারী বাড়িতে হামলা চালিয়ে রামদা ও বগীদা দিয়ে দুটি বসত ঘরের বেড়া, জানালা, কপাট, আসবাবপত্র কুপিয়ে ভাংচুর ও লুট করেছে বখাটেরা। ওই সময় ৪ জনকে পিটিয়ে আহত করে এক মেয়েকে অপহরণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
ওই বাড়ির জাহেদা খাতুন জানান, নবীপুর বাশতলা এলাকার রুবী নামের এক ছেলে গিরিঙ্গী বাজার এলাকার মোল্লা বাড়ির জেএসসি পরীক্ষাথী এক ছাত্রীকে অনেক দিন ধরে স্কুলে যাওয়া আসার পথে উত্তক্ত করে আসছিল। এলাকাবাসী এই বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান কবিরকে জানালে তিনি শানু ও জামাল নামের দুই মেন্বারকে ঘটনা জানার জন্য গিরিঙ্গী বাজার এলাকায় পাঠায়। জায়েদা খাতুনের ছেলের কাছে ওই মেম্বাররা মেয়েটিকে উত্তক্তকারীদের নাম জানতে চাইলে সে রুবীসহ আর যারা মেয়েটিকে উত্তক্ত করত তাদের নাম জানিয়ে দেয়।
এই  অপরাধে শনিবার সন্ধ্যায় নবীপুর বাশতলার রুবী, হাসান, রুবেল, নুরুল ইসলাম, শাহাবুদ্দীন, মাছুম, মনির, মন্টুসহ একটি সন্ত্রাসী গ্রুপ রামদা, বগীদা ও লাঠিসোটা নিয়ে তার ঘরে হামলা চালিয়ে বেড়া, জানালা, কপাট, আসবাবপত্র কুপিয়ে ভাংচুর ও সেলাই মেশিন, সাড়ে তিন বড়ি ওজনের গহনা এবং নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় সোহেল, সুমন, কালু ও শফিক মাঝিকে পিটিয়ে আহত করে এক মেয়েকে অপহরণ করার চেষ্টা করে। এ সময় মেয়েটির চাচী মনোয়ারা বেগম এসে সন্ত্রাসীদের হাত থেকে মেয়েটিকে উদ্ধার করেন বলেও জায়েদা খাতুন সাংবাদিকদের জানিয়েছেন। ভোলা থানার এএসআই চান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় ভোলা থানায় এজাহার দাখিল করা হয়েছে।