কন্যাদ্বায়গ্রস্থ মাতাকে আর্থিক অনুদান প্রদান

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের কন্যাদ্বায়গ্রস্থ মাতা রাশিদা বেগমকে গতকাল রবিবার সকালে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ব্র্যাক অতিদরিদ্র সহায়ক কর্মসূচীর আওতায় কুতুবপুর গ্রাম দারিদ্রবিমোচন কমিটির উদ্যোগে “দারিদ্র বিমোচনে আমাদের এগিয়ে আসতে হবে” শীর্ষক এক আলোচনা সভা পিঙ্গলাকাঠী উন্নয়ন প্রচেষ্ঠার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক ও দারিদ্রবিমোচন কমিটির সভাপতি এইচ.এম শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি এডভোকেট জিয়াউল হক বাদশা। বক্তব্য রাখেন ব্র্যাক গৌরনদীর এসটিইউপি কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজার অমিয় রঞ্জন জোতদার। কর্মসূচী সংগঠক প্রভাষ বসু, আহসানুল হক, গাজী আব্দুল জলিল, মালেক সিকদার প্রমুখ। শেষে কন্যাদ্বায়গ্রস্থ মাতা রাশিদা বেগম ও ঘর উত্তোলনের জন্য মমতাজ বেগমকে আর্থিক অনুদান প্রদান করা হয়।