ম্যানেজার কর্তৃক সমবায় সমিতির আট লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা মানব কল্যান সমবায় সমিতির ম্যানেজার কর্তৃক সমিতির আট লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তিনদফায় ওই এলাকায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিলো। সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে পুরো টাকা আত্মসাতের জন্য ম্যানেজার হাচান হাওলাদার ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা সমিতির উদ্যোগক্তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সমিতির উদ্যোগক্তা হানিফ আকন ও পনির আকন অভিযোগ করেন, গত তিন বছর পূর্বে তারা তিনজন উদ্যোক্তা ২৩ লক্ষ ৮০ হাজার টাকা মূলধনের মাধ্যমে আধুনা মানব কল্যান সমবায় সমিতি প্রতিষ্ঠিত করেন (যার রেজিঃ নং-০০৬/বিডি)। সমিতির ম্যানেজার হিসেবে একই গ্রামের সুলতান হাওলাদারের পুত্র হাচান হাওলাদারকে নিয়োগ দেয়া হয়। গত একবছর পূর্বে ম্যানেজার হাচান কৌশলে সমিতির মূলধনের আট লক্ষ টাকা আত্মসাত করে। উদ্যোগক্তারা সমিতির হিসেবে নিকেশ চাইলে ম্যানেজার হাচান বিভিন্ন তালবাহানা শুরু করে। এ নিয়ে গত এক বছরে তিনবার সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সমিতির উদ্যোগক্তা হানিফ আকন জানান, প্রতিটি সালিশ বৈঠকের পূর্ব মুহুর্তে ম্যানেজার হাচানের পিতা সুলতান হাওলাদার তাদের কাছ থেকে সময় চেয়ে নেন। এরইমধ্যে গত ১৬ নবেম্বর হাচান আত্মসাতকৃত টাকা ফেরত কিংবা সমিতির হিসেব নিকেশ না দিয়ে উল্টো উদ্যোগক্তাদের হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দদের কাছে অভিযোগ দায়ের করেন। তারা (মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা) সরেজমিনে এসে ভূক্তভোগীদের সাথে আলাপকালে হাচান কর্তৃক সমিতির টাকা আত্মসাতের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। উদ্যোগক্তা পনির আকন অভিযোগ করেন, হাচান রাতের আধাঁরে আধুনা বাজারের সমিতির কার্যালয়ে সকল কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। বর্তমানে সে (হাচান) সমিতির হিসেব নিকেশ না দিয়ে পুরো টাকা আত্মসাতের জন্য এলাকার চিহ্নিত সর্বহারা জিয়া গ্র“পের সদস্যদের দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। অভিযোগের ব্যাপারে সমিতির ম্যানেজার হাচান হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে ফোনটি কেটে দেয়।