বেদে

দিদিরে দিদি ও দিদি লাগবে নাকি হোক্কার আঠি, বৌলবিচি, নাতি-পুতির গলায় দিবি, দুই সের চাউল দিবি। মাজা কোমরের বিষব্যাথা সিংগা লাগাবি, বাচ্চার বিছানায় প্রসাব বন্ধ করাবি…… আরও কতো কি ফিরিস্তি দিয়ে সকাল থেকে গ্রামীণ জনপদে বেদেরা (বৌদ্ধরা) ঘুরে বেড়ানোর দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। কালের বির্বতনে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ছোঁয়ায় গ্রামের সচেতন মানুষের কাছে বেদেদের এ ব্যবসা এখন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া এ দৃশ্যটি ক্যামেরা বন্দি করে পাঠিয়েছেন আমাদের গৌরনদীর অফিস প্রধান-খোকন আহম্মেদ হীরা।