উজিরপুরে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরন বিতরন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার বিকেলে শীত বস্ত্র ও বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

বেসরকারি এনজিও ব্র্যাক ও স্থানীয়দের আর্থিক সহযোগীতায় কুড়লিয়া গ্রাম দরিদ্র বিমোচন কমিটির উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা উপকরন বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়লিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ সুলতান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন চিত্ত রঞ্জন হালদার, দীজেন্দ্রনাথ বাড়ৈ, সতিশ চন্দ্র বাড়ৈ, মনমোহন বাড়ৈ। বক্তব্য রাখেন নুর আজম জাহান, শেখর লাল মিস্ত্রি, জাহিদ হোসেন, পবিত্র কুমার বিশ্বাস, সুশীল কুমার বালা, রাজেন মধু, চিত্তরঞ্জন হালদার, রমনি রঞ্জন সমদ্দার প্রমুখ। শেষে কুড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের হতদরিদ্র দু’শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়।